পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশাজনিত ত্রুটির সমাধান হয়েছে : রেলমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশাজনিত ত্রুটির সমাধান হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফরিদপুরের ভাঙ্গায় চীনা কোম্পানি সিআরইসি’র পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রয়োজনে সেতুর দুটি পিলার ভেঙ্গে রেলের সাথে সমন্বয় করা হবে সড়ক পথের। পদ্মা সেতু উদ্বোধনের সময় সড়কে যান চলাচলের পাশাপাশি ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল চলাচলের আশাবাদও জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল প্রকল্পের পরিকল্পনায় কোন ঘাটতি নেই। ডিজাইনেও আর তেমন ত্রুটি নেই। ২০২৪ সাল নাগাদ এই পথে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চলাচল পুরোপুরি শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি। এর আগে মন্ত্রী সিআরইসির তত্ত্বাবধানে চালু হওয়া এই স্লিপার ফ্যাক্টরি ঘুরে দেখেন। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ফ্যাক্টরিতে প্রতিদিন ৫শ’ স্লিপার তৈরি করা হবে। মোট ৩ লাখ ৭০ হাজার স্লিপার তৈরি করবে এই ফ্যাক্টরি।