পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- আপডেট সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯০৩ বার পড়া হয়েছে
পদ্মা বহুমুখী সেতুতে রেল চলাচলের স্বপ্ন পূর্ণ হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছায় ২ ঘণ্টা ১০ মিনিটে ।
এসময় পদ্মা সেতু পার হতে এই ট্রায়াল ট্রেনের সময় লাগে ৮ মিনিট। পদ্মা সেতুর দুই প্রান্তের স্টেশনেই যাত্রাবিরতি করবে ট্রেনটি। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে প্রথম দিনেই চালু হচ্ছে পাঁচ স্টেশন। এতে অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটটি বগি নিয়ে বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। মুন্সীগঞ্জের মাওয়া এবং নিমতলা স্টেশনে করা হয় যাত্রা বিরতি। এরপর রাত পৌঁনে ৮টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় শীততাপ সুবিধা সম্বলিত ট্রেনটি। ১০ অক্টোবর আনুষ্ঠানিক ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।