পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা অন্তর্ঘাত কি-না তদন্ত করা হবে
- আপডেট সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কাকে নিছক কোনও দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া যাবে না। এখানে কোনও অন্তর্ঘাত আছে কি-না, তা তদন্ত করে দেখতে হবে। বিকালে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, হালকা আঘাত লাগলেও এ ঘটনাকে হালকাভাবে দেখা হচ্ছে না। চালকদের দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এক মাসেরও কম সময়ে ৪ বার পদ্ম সেতুর পিলারে ফেরির ধাক্কা সরকারের উচ্চ মহলকে চিন্তায় ফেলেছে। আর তাই পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে ঘাট স্থানান্তর করতে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি ঘাট স্থানান্তর না হওয়া পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া রুটে রো রো ফেরি না চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বার বার পদ্মা সেতুর পিলারে আঘাতের পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে।
মন্ত্রী বলেন, সরষের মধ্যে ভূত আছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। পদ্মা সেতুতে আঘাত করে সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে। পদ্মা সেতু পুরো জাতির সম্পদ।’
এর আগে সকালে ঘটনাস্থলে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের বলেন, ফেরী চালানোর সময় মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু সম্পূর্ণ চালু হলে বন্ধ হয়ে যাবে মাদারীপুর-বাংলাবাজার ঘাট। বিকল্প ঘাট হিসেবে ব্যবহার হবে মাঝিকান্দি।
শুক্রবার সকাল ৭টায় ‘কাকলি’ নামের একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে। নিছক দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে এড়ানো যাবে না-কাদের