পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল কার্যক্রম পরিচালনার কাজ পেয়েছে কোরিয়া ও চীনের কোম্পানি

- আপডেট সময় : ০৮:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পাঁচ বছরের জন্য পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার কাজ পেয়েছে কোরিয়া ও চীনের কোম্পানি। যৌথভাবে কাজটি পরিচালনা করতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯২ লাখ টাকা। বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
পদ্মা সেতুর টোল আদায় নিয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, টোলের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। শুধু টোল আদায় নয়, সেতুতে মুনাফাও করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ প্রজেক্টের জন্য যে পরিমাণ খরচ হয়েছে তার চেয়েও বেশি আয় করা হবে। সারাবিশ্বে এ ধরনের প্রকল্পগুলো টোলভিত্তিক করা হয়। জানিয়ে তিনি বলেন, যে পরিমাণ টাকা এই প্রকল্পে খরচ হয়েছে এবং শেষ দিন পর্যন্ত যে খরচ হবে সেটি টোল থেকেই আদায় করতে হবে। এসময় তিনি আরো বলেন, জিডিপির তুলনায় বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক কম। তাই অন্যান্য দেশের মতো বিপদে পড়ার শঙ্কা নেই। বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করার পরিস্থিতি হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।