পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নেয়া বায়েজিদের জামিন স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নেয়া বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের স্পেশাল চেম্বার আদালত বায়েজিদ তালহার জামিন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিষয়টিতে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। আর বায়েজিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। বুধবার হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে নতুন আদেশ দিয়েছে চেম্বার আদালত।