পদ্মা সেতু উদ্বোধনের খবরে খুশির জোয়ার বইছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায়
- আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধনের খবরে আনন্দের জোয়ার বইছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। দূরত্ব কমে যাওয়ায় ব্যবসা বানিজ্য এবং পর্যটনেও ওই অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। পদ্মাসেতুর সুফল পুরোপুরি কাজে লাগাতে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৯০ কিলোমিটার মহাসড়ক দ্রুত ফোরলেন করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
বরিশাল থেকে মাওয়া হয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। অনেক সময় ফেরিঘাটেই অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। আর পন্যবাহী যান ঢাকায় পৌঁছাতে ২ থেকে ৩ দিন সময়ও লাগে। এতে কাঁচামাল পঁচে যায়। লোকসানে পড়েন ব্যবসায়ীরা।
এমন বাস্তবতায় আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এর মধ্যদিয়ে যাত্রী ও পন্য পরিবহনে নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা যাত্রী ও পরিবহন সংশ্লিস্টদের
ভাঙা-বরিশাল অংশের ৯০ কিলোমিটার সড়ক প্রশস্ত না হলে যানবাহনের গতি কমে যাবে। তাই বাড়তি চাপ সামলাতে সড়কটি ফোর লেন করার দাবি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের।
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি জানান, সেতু চালু হলে সময় কম লাগায় ব্যবসা-বানিজ্যে গতি বাড়বে ।
বরিশালের বিভাগীয় কমিশনার জানান, বরিশাল-ভাঙ্গা মহাসড়কের দুই পাশ প্রশস্তকরনের উদ্যোগ নেয়া হয়েছে।
বরিশাল থেকে জাজিরা-মাওয়া পয়েন্ট হয়ে ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত সড়ক পথের দূরত্ব প্রায় ১শ’ ৮৭ কিলোমিটার।