পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে ২৫ জুন
- আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন হচ্ছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে তিনি গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। পদ্মা নামেই সেতুর নামকরণ হবে বলেও জানান মন্ত্রী।
পদ্মা সেতুতে মূল কাঠামোর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এখন চলছে শেষ মূহূর্তের কাজ। পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। এরই মধ্যে পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। ১৭ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।