পদ্মা সেতু চালুর পর নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য
- আপডেট সময় : ০৭:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পদ্মা সেতু চালুর পর নদী তীরবর্তী অঞ্চলগুলোতে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। পদ্মা সেতুকে ঘিরে সরকার হাতে নিয়েছে তাঁতপল্লী, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ফ্রন্টিয়ার প্রতিষ্ঠান, বৃহৎ আবাসন প্রকল্প, বিসিক শিল্প নগরীসহ নানা প্রকল্প।
সরকার গৃহীত এসব উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বেসরকারী বিনিয়োগও শুরু হওয়ায় সমৃদ্ধির হাতছানি এখন পদ্মাপাড় জুড়ে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের।
মাদারীপুরের শিবচরসহ আশপাশ অঞ্চল এখন ঝলমলে অর্থনৈতিক জনপদ। ঢাকা থেকে শুরু হওয়া পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়ে শিবচর হয়ে পৌঁছেছে ভাঙ্গা পর্যন্ত। যশোর পর্যন্ত বিস্তৃত হচ্ছে রেল লাইন। শিবচরে ২টি স্টেশন, জাজিরায় ১টি স্টেশনসহ জংশন রয়েছে ভাঙ্গায়।
শিবচর ও জাজিরায় ১০৮ একর জায়গায় ১৯শ’ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁত পল্লী, ১৮০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শিবচরে বিসিক শিল্প নগরী স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে ৪’শ একর জায়গা।
অত্যাধুনিক মুজিব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের জায়গা নির্ধারণ করা হয়েছে পদ্মা সেতুর পাশেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উন্নয়ন চিত্র তুলে ধরে ঢাকার পাশে পরিকল্পিত নগরী গড়ে তোলার কথা জানান চীফ হুইপ।