পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেড়েছে চালের দাম
- আপডেট সময় : ০৬:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেড়েছে চালের দাম। মিনিকেট, নাজিরশাইল কেজিতে ২ থেকে ৩ টাকা বাড়লেও পোলাও-এর চালের দাম এক লাফে কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। ছোলা, খেজুর, চিনির দাম অপরিবর্তিত থাকলেও আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে মশুর ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্য। এদিকে, পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০টাকা। আর আমদানী ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে কিছুটা।
মাত্র ৮দিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজামে মুসলিম বিশ্বে খাদ্যপণ্যের দাম কমানোর রেওয়াজ থাকলেও বাংলাদেশে এই চিত্র উল্টো। রমজানের আগেই বাড়িয়ে দেয়া হয় নিত্যপণ্যের দাম। গত কয়েকমাসে সব ধরণের খাদ্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে নাকাল নগরবাসি। ক্রেতাদের অভিযোগ আগে থেকেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব পণ্য।
দাম বৃদ্ধির গতিতে আবারও যুক্ত হলো চাল। হঠাৎ করে পোলাও-এর চালের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। আর মোটা ও সরু চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা।
এদিকে পেঁয়াজ আর সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও দাম বেড়েছে মাছ ও মাংসের। শবেবরাতে গরুর মাংস বিক্রি হয় ৭০০ টাকা কেজিতে। আর আগের মত বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লারসহ সব ধরণের মুরগী।
বেশিরভাগ পণ্যের দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এদিকে, আমদানীর উপর ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্যতেলের দাম কমেছে লিটারে ১৫ থেকে ২০ টাকা। রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য সরকারের কঠোর নজরধারীর দাবি জানান সাধারণ মানুষ।