পবিত্র রমজানেও ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা
- আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পবিত্র রমজানেও ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা। জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন শহরে ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে বিক্ষোভে নামলে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হন। এছাড়া আটক করা হয় ৩০০ জনকে।
শুক্রবার সেহরির পর ফজরের নামাজ আদায় শেষে আল আকসা মসজিদে জড়ো হন হাজারো ফিলিস্তিনি। বাইরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিশাল বহর আগে থেকেই মোতায়েন ছিল। নামাজ শেষে পশ্চিম তীর ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এ সময়ই শুরু হয় সংঘর্ষ। ইসরায়েলের দাবি, নামাজ শেষে আল আকসায় ইহুদিদের প্রার্থনার জায়গায় পাথর ছুড়তে শুরু করে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও ছোড়ে ইট-পাটকেল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে পুলিশ, শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষে আহত হন অন্তত ১৫০ ফিলিস্তিনি।