পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগিতে রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা
- আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আজ পবিত্র শবেবরাত। শবে বরাতের অর্থ মুক্তির রাত। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগিতে কাটিয়ে থাকেন এই পবিত্র রাত। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় অতীতের অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানরা। ধর্মপ্রাণ মুসলিমদের জন্য মহানগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। পবিত্রতা রক্ষায় আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
ফার্সি শব্দ…… শবে বরাত……..। যার বাংলা অর্থ বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।
হাদিসে এসেছে, সূর্যাস্তের পরই মহান রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন রিজিকপ্রার্থীকে রিজিক আর বিপদগ্রস্তকে বিপদমুক্ত করেন।
পবিত্র এই রাতের বিশেষ কিছু আমলের কথা জানালেন আলেমরা। যেগুলো পালন করলে বান্দা আল্লাহর দিদার লাভে ধন্য হয়।
এ রাতে ফটকা, আতশবাজি, দলবেঁধে ঘুরে বেরানো সীমালঙ্ঘণ করা হয়। তাই এগুলো পরিহার করে নফল ইবাদতে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
শবে বরাতের আগে পরের দিনগুলো আইয়ামে বিজ তথা মাসের মধ্যভাগের দিন। এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত। এ আমল বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত বলেও জানান আলেমরা।