পরকিয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে হত্যার ঘটনায় প্রেমিক সফিউল্লা গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনায় ৮ দিন পর প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, যেদিন দুই শিশুকে বিষ মেশানো মিষ্টি খাওয়ানো হয়, সেদিন মা লিমা আক্তারের সঙ্গে হত্যার পরিকল্পনাকারী সাফিউল্লাহ একাধিকবার ফোনে কথা বলেছে। তাদের ফোনকলের সূত্র ধরেই এই হত্যার প্রকৃত ঘটনা জানা যায়। লিমা আক্তারকে গ্রেপ্তারের পর আদালতে জবানবন্দিতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সফিউল্লাহর নাম স্বীকার করে। পুলিশ সুপার আরো জানায়, সফিউল্লাকে আজ আদালতে প্রেরণ করা হবে।