পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে
- আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পরমাণু কেন্দ্র ব্যবহার করে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আজ বলা হয়, দখলকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশে থেকে রাশিয়ার নিক্ষেপ করা রকেট হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে
মূলত ইউক্রেনের পক্ষে সেখানে পাল্টা হামলা চালানো ঝুঁকিপূর্ণ হবে জেনেই রাশিয়া সেটি ব্যবহার করছে। রুশ হামলার শিকার ইউক্রেনের ওই শহরের নাম মারহানেটস। মস্কো বলছে, তাদের হামলার আগে শত্রুরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ সৈন্যদের ওপর হামলা চালাতে এই শহর ব্যবহার করছে। গত মার্চের যুদ্ধ শুরুর প্রথম দিকেই রুশ বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক ওই বিদ্যুৎকেন্দ্র দখলে নেয়। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন বাহিনী মারহানেটস শহরে হামলার জবাব দেবে। আর দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কয়লাখনির শহর ভুলেদারসহ জাপোরিঝিয়া অঞ্চলের আরও কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে রাশিয়া।
ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার উদ্যোগে আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত কিছু দিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।
পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, ইউক্রেনের উসকানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন। রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সেখানে কামানের গোলাও ছুঁড়েছে। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়। অবশ্য রাশিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেন উল্টো বলছে, রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। রুশ সেনারা ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।