পররাষ্ট্রমন্ত্রণালয়ের ৮ তলা নতুন ভবন উদ্বোধন এবং বঙ্গবন্ধু কূটনৈতিক পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের ৮ তলা নতুন ভবন উদ্বোধন এবং বঙ্গবন্ধু কূটনৈতিক পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন তিনি।
কূটনৈতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় পোলান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকিকে বঙ্গবন্ধু কূটনৈতিক পদকে ভুষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এসময় প্রধানমন্ত্রী উন্নত বিশ্বকে যখন তখন সেংশান দেবার বিষয়ে আরও সতর্ক হবার পরামর্শ দেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নতুন ভবনে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, উইং ও শাখার জন্য স্থান সংকুলানের চাহিদা অনেকাংশে পূরণ হবে এবং আধুনিক সুবিধাবিশিষ্ট কর্মপরিবেশ নিশ্চিত করা যাবে। জানা যায়, সরকারের গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর আটতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এদিকে…কূটনীতিতে বিশেষ অবদানের জন্য এ বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেলেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে দুই কূটনীতিককে এই পদক প্রদান করেন।