নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতে সরকারের কিছু আসে যায় না : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে বিদেশীদের মতামতে সরকারের কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন নির্বাচন নিয়ে নিয়ে বিদেশীরা আসছেন এবং বিভিন্ন দলের সাথে দেখা করছেন। সরকারও তাদেরকে জানিয়ে দিয়েছে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা হবে।
বিশ্বের অন্য কোথাও নির্বাচন পর্যবেক্ষণের এমন ব্যবস্থা নেই জানিয়ে তিনি বলেন, বিদেশীরা দ্বিপাক্ষিক আলোচনা করতে আসলেও বিরোধী দলগুলো নির্বাচন নিয়ে অযাচিত কথা বলে বিতর্কের সৃষ্টি করে।
তবে বিদেশীরা যাই বলুক, সরকার তা গ্রহণ করবে কি করবে না তা সরকারের বিষয়। ১৮ অক্টোবর সৌদি আরবে প্যালেস্টাইন সংকট নিয়ে ওআইসি’র বৈঠকে বাংলাদেশ যোগ দেবে জানিয়ে তিনি বলেন, দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই প্যালেস্টাইন সমস্যার সমাধান।