পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার রাতে তার ফলাফল পজিটিভ আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার-ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭ তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে পরীক্ষার ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে এবং সুস্থ আছেন।