পরিত্যক্ত বেলাভূমি রূপ নিচ্ছে পরিকল্পিত শিল্পনগরীতে
- আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে দৃশ্যমাণ হতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ২০৪১ সালের মধ্যে এখানে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেজা। অর্থনীতিবিদরা বলছেন এতবড় বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর রূপরেখা জানাতে হবে বিদেশী বিনিয়োগকারীদের। আর ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস সুবিধা চালু করতে পারলে নির্ধারিত সময়ের মধ্যেই টার্গেট পুরণ করা সম্ভব হবে।
এক সময়ের পরিত্যক্ত বেলাভূমি রূপ নিচ্ছে পরিকল্পিত শিল্পনগরীতে। অধিকাংশ শিল্পপ্লট বরাদ্দ শেষ। অবকাঠামোও গড়ে উঠেছে অনেকে। পানি ছাড়া সব ইউটিলিটি সার্ভিসের যোগানও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বলছে, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছেন তারা।
ব্যবসায়ী নেতারা বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, গতি ফিরছে বিনিয়োগেও। এই সুযোগ কাজে লাগাতে হলে অবকাঠামোগত উন্নয়ন আরো দ্রুত করার বিকল্প নেই। আর অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের সীমাবদ্ধতা আর আমলাতন্ত্রের জটিলতায় বাংলাদেশের ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যায়। করোনা পরবর্তী বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে এই জটিলতার নিরসন জরুরী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলোমিটার ভেতরে প্রায় ৩০ হাজার একর জমির ওপর নির্মিত এই বঙ্গবন্ধু শিল্পনগরে ২৫ টি আলাদা শিল্পজোন নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। যা বাস্তবায়ন হলে অন্তত ৪০ লাখ মানুষের কর্মসংস্থান হবে ।