পরিবেশ আইন লংঘনের দায়ে ৯ টি ট্যানারীকে ২৩ লাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সাভারের হরিণধারায় বিসিক চামড়া শিল্পনগরীতে পরিবেশ আইন লংঘনের দায়ে ৯ টি ট্যানারীকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সকালে অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, পরিবেশের ছাড়পত্র না নিয়ে কারখানা স্থাপন ও পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে জরিমানা করা হয়েছে। মেসার্স গুলশান ট্যানারীজ লিমিটেডকে ৫ লাখ , সুপিরিয়র লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ, মেসার্স কহিনুর ট্যানারীজ লিমিটেডকে ২ লাখ, ইউনিকম লেদার ইন্টারন্যাশনাল ট্যানারীকে ২ লাখ, ভেলেক্স এ্যাজেন্সিস লিমিটেডকে ২ লাখ, কিউ লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকাসহ মোট ৯টি ট্যানারীকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হয়েছে।