পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো পিডিবি
- আপডেট সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে আগের দামেই বহাল থাকছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবি এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
দুপুরে বিইআরসি আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান আব্দুল জালিল এ তথ্য জানিয়ে বলেন, পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ২ অক্টোবর তিনি বলেছিলেন, ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে। দাম বৃদ্ধির লক্ষ্যে গত ১৮ মে গণশুনানি হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রেয়েছে।
বিচার-বিশ্লেষণের পর অবশেষে বিদ্যুতের আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত হয় আজ।
গ্যাস সংকট মোকাবিলায় সিএনজি স্টেশনগুলো আরও দুই ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার। স্টেশন মালিকদের সঙ্গে পেট্রোবাংলার এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত ১ মার্চের আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস বিক্রি বন্ধ ছিল। পরে ১ মার্চ থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর সাথে আরও দুই ঘণ্টা যুক্ত হলে দিনে ৭ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও জানানো হয়নি।
তবে আরও দুই ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সরকারি এই সিদ্ধান্তে একমত হয়নি সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন। স্টেশন মালিকদের দাবি, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি লোডশেডিংসহ নানা কারণে স্টেশনগুলো এমনিতেই সমস্যায় আছে।
এর মধ্যে গ্যাস সরবরাহ আরও দুই ঘণ্টা বন্ধ থাকলে ক্ষতির সম্মুখীন হবেন তারা।