পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবেঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ জানুয়ারীর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতেই চলবে শিক্ষা কার্যক্রম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ বছর ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার শিক্ষার্থীর জন্য ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার বই বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনা পরিস্থিতিতে পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ অত্যন্ত কঠিন ছিলো উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলের জন্য নতুন পাঠ্যপুস্তক বিতরণের ব্যবস্থা করেছে সরকার।
এ সময় ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যহত থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিক্ষার্থীরা।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলবে বলেও জানান সরকার প্রধান।পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।