পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনের ওপর আগামীকাল শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এই আবেদন জানান। একই আদালতে আগামীকাল পরীমণির জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমণিকে কারাগারে পাঠানো হয়। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে রেব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে রেব।