পর্দা উঠলো সাইফ পাওয়ারটেক-ডিএনসিসি মেয়র কাপের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো সাইফ পাওয়ারটেক-ডিএনসিসি মেয়র কাপের।
ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র কাপের প্রধান পৃষ্ঠপোষক ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেয়র কাপে উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড এবং ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলারদের দল- ফুটবল, ক্রিকেট এবং ভলিবল- এই তিনটি ইভেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ৩৩ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের ফুটবল ম্যাচ দিয়ে মেয়র কাপের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ম্যাচে ৩৭ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলে পরাজিত করে ৩৩ নম্বর ওয়ার্ড।