পর্যটককে মুখরিত দেশের প্রধান বিনোদন কেন্দ্র কক্সবাজার
- আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালবাসা দিবসকে ঘিরে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র কক্সবাজার। সবগুলো হোটেল-মোটেল গেস্ট হাউস অনেকটা কানায় কানায় পরিপুর্ণ। পর্যটক এবং স্থানীয়রা ছাড়াও বিশেষ দিনে ভালবাসাবাসি মানুষগুলো দখলে নিয়েছে পৃথিবীর দীর্ঘ সৈকত। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক হয়রানি রোধে সৈকতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম। একই সাথে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ।
প্রিয়জনের হাত ধরে যে যার মতো মনের আনন্দে ঘুরে বেড়ানোর এই দৃশ্যই বলে দেয় ভালবাসা আছে বলেই পৃথিবী এতো সুন্দর।
ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসার আবির মাখাতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঢল নামে হাজারো মানুষের। পরিবার-পরিজন, কেউ বা প্রিয়তমা স্ত্রী কিংবা ভালবাসার মানুষকে নিয়ে সমুদ্র স্নানে প্রাণবন্ত দিনদুনিয়া। আনন্দ উচ্ছ্বাসের এই মহিমা যেন সর্বত্র।
সৈকতে আলপনায় আঁকা চিত্র জোয়ারের পানিতে ভেসে যাবে যেনেও তাসের ঘরের মতোই বাঁধনের ছবি এঁকে চলা।
প্রাকৃতিক সৌন্দর্য্যগুলো উপভোগে ভ্রমণ পিপাসুর মাঝে অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসের কলতান পুরো সাগরতীর জুড়ে।
এদিকে সব ধরনের হয়রানী রোধে সতর্ক দৃষ্টিতে এই আনন্দঘর মুহূর্তে দায়িত্ব আছেন কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা।
আগত পর্যটকের সংখ্যা প্রায় এক লাখেরও বেশি। আনন্দে বিলিয়ে দিয়ে সরকারের কোষাগার ভরছে বিপুল রাজস্বে।