পর্যটন খাতে কক্সবাজার থেকে সবচেয়ে আয় বেশি হলেও, নানা অবহেলায় বিমুখ পর্যটকরা
- আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
দেশের পর্যটন খাতে কক্সবাজার থেকে সবচেয়ে বেশি আয় হলেও সম্ভাবনাময় খাতটি এখনো নানা অবহেলার শিকার। প্রবালদ্বীপ সেন্টমার্টিন ও পাথুরে সৈকত ইনানীসহ জেলাজুড়ে সৌন্দর্যের বহু উপাদান থাকলেও সেসবের সঠিক ব্যবহার হচ্ছে না বছরের পর বছর। ফলে দিন দিন বিমুখ হচ্ছে পর্যটক। তাই পর্যটন দিবসকে ঘিরে সপ্তাহব্যাপী বীচ-কার্নিভাল উৎসব আয়োজন করেছে জেলা প্রশাসন। যেখানে হোটেল বুকিং এবং রেস্টুরেন্টসহ প্রায় সবখানে দেয়া হয়েছে বিশেষ ছাড়।
কক্সবাজারে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য হাতছানি দেয় দেশী-বিদেশী পর্যটকদের। সবুজ পাহাড় এবং উত্তাল সমুদ্রের সাথে মিতালি করে বয়ে গেছে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। যা দেখলে শুধু চোখ নয়, জুড়িয়ে যায় মনও।
দেশের প্রধান এই বিনোদন কেন্দ্র থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় হলেও সংশ্লিষ্টদের দেখভালের অভাবে দিনদিন গুরুত্ব হারাচ্ছে এখানকার দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো।
তাই কক্সবাজারে পর্যটকদের আকৃষ্ট করতে এ ধরনের কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন পর্যটনসেবীদের সংগঠন টুয়াকের সভাপতি।
সপ্তাহব্যাপী বীচ কার্নিভাল উপলক্ষে হোটেল-মোটেল এবং রেস্তোরাঁগুলোসহ ১৭টি ইভেন্টে বিশেষ ছাড় দেয়ার কথা জানান ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, মেলায় ঘোষিত বিশেষ ছাড় নিয়ে পর্যটকদের সাথে প্রতারণা করেন অফার দাতারা। তাই এবার পর্যটন মেলা ও বীচ কার্নিভালজুড়ে সবখানে প্রশাসনের কঠোর নজরদারির কথা জানান জেলা প্রশাসক।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর ২০ লাখেরও বেশি পর্যটকের আগমন ঘটে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরে।