রোহিঙ্গা ক্যাম্প পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারে
- আপডেট সময় : ০৩:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াসহ একটি মার্কিন প্রতিনিধিদল কক্সবাজার গেছেন।
সকাল ৯টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। ১০ সদস্যের মার্কিন প্রতিনিধি দলে আছেন, মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে উজরা জেয়া ও দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৯, ১১, ১৮, ১ ইস্ট ও উখিয়া বিশেষায়িত হাসপাতাল, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কার্যক্রম পরিদর্শন ও ইউএনএইচসিআর এবং আরআরআরসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
প্রতিনিধিদলটি দিল্লিতে তিন দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশে সফরের আগে উজরা জেয়া যুক্তরাষ্ট্রে ভারতের ও বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।