পশ্চিমবঙ্গে তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা ওপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা ওপর হামলা হয়েছে। হামলাকারীদের লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে বাড়ি ফেরার পথে পশ্চিমবঙ্গের রাজারহাটে হামলার শিকার হন তিনি। বিজেপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। জানা যায়, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হয়। সেখানে উস্তি থানার দিয়ারক এলাকায় বুধবার সকালে বোমা হামলার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান গিয়াসউদ্দিন। এ সময় স্থানীয় পার্টি অফিস থেকে বিজেপির কর্মীরা লাঠি হাতে বেরিয়ে গিয়াসউদ্দিন মোল্লার মাথায় আঘাত ও তার গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।