পশ্চিমা অস্ত্রের কারণে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টি হয় বলে দাবি ইরানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্রের কারণে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টি হয় বলে দাবি করেছে ইরান।
একইসঙ্গে ফরাসি প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহু পক্ষের অংশগ্রহণে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত । এটি কোনোভাবেই নতুন করে আলোচনার বিষয় যেমন হবে না, তেমনি এর কোন ধারা-উপধারাও পরিবর্তনের সুযোগ নেই। শুক্রবার সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন যে কোনো আলোচনা অত্যন্ত কঠোর হতে হবে । এর জবাবেই ইরানের পররাষ্ট্র মুখপাত্র এসব কথা বলেন।