পহেলা নভেম্বর থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন
- আপডেট সময় : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পহেলা নভেম্বর থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন। যাত্রীদের স্বার্থ পুরোপুরি রক্ষা না হলেও এ আইনের মাধ্যমে সড়কে কিছুটা হলেও শৃংখলা ফিরে আসবে বলে আশা করছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এদিকে, কার্যকর হতে যাওয়া সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার রক্ষা হয়নি বলে ক্ষোভের কথা জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
পরিবহন খাতে নৈরাজ্য, এক চেটিয়া ভাড়া বাড়ানো, সড়ক-মহাসড়কে বেপরোয়া গাড়ী এবং যাত্রী হয়রানির অভিযোগ অনেক আগে থেকেই। এ খাতের জন্য বিশেষ আইনের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা অনুভব হয় রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে আলোড়ন সৃষ্টিকারী দুর্ঘটনার মাধ্যমে।
এই ধারাবাহিকতায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন, যা রাষ্ট্রপতির অনুমোদন পায় এক মাস পর। নতুন এ আইনে কিছুটা বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিবহন শ্রমিকরা। সব জল্পনার অবসান শেষে পহেলা নভেম্বর থেকে কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন ২০১৮। তবে কার্যকর হতে যাওয়া এ আইনের সমালোচনা করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
যাত্রীদের তুলনায় পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থ বেশি রক্ষা হলেও, এর মাধ্যমে পরিবহনখাতে শৃংখলা ফিরবে বলে আশা করছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান।
সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পথচারীদের মাঝে সচেতনতা বাড়ানোসহ প্রচারণা চালানোরও পরামর্শ দেন তিনি।