পহেলা বৈশাখে চট্টগ্রামে নানান আনুষ্ঠানিকতা পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ উপলক্ষে নানান আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে
নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারাকলা ইনস্টিটিউট, ও জেলা শিল্পকলা একাডেমিসহ নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতার। সুর্যদয়ের সঙ্গে সঙ্গে ডিসি হিল নজরুল স্কয়ারে শুরু হয় পহেলা বৈশাখের মূল আয়োজন। বিভিন্ন সংগঠনের কর্মীরা একক ও দলীয় পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। একই সময় সিআরবি শিরিষতলায়ও শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এছাড়া চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। আয়োজকরা জানান, গত বছরের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে বাংলা নববর্ষে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এমন প্রত্যাশা সবার।