পাঁচ জেলায় ভিন্ন ভিন্ন ঘটনায় ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিনাকুন্ডুর ভবানিপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলন আহমেদ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। অন্যদিকে, ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুরিকাঘাতে কালিপদ রাজবংশী নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
৪ বছর আগে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বলরামপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েলের সাথে হরিনাকুন্ডু উপজেলার খলিশাকন্ডু গ্রামের মিলনের মধ্যে বিরোধ চলে আসছিলো । এরই জের ধরে সোমবার সন্ধায় ভবানিপুর বাজারে একটি মিষ্টির দোকানের সামনে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুয়েল । পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকার ধামরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করেএক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ডাকাত দল । এ সময় টাকা দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে আহত করে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের রাজৈরে বাড়ীর পাশের খালে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ রুহিদাস বাড়ৈকে পিটিয়ে হত্যা করেছে একই এলাকার সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য।
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি অটোরিক্সা চালক দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দূপুর ২টার দিকে সিএনজি অটোরিক্সা চালকদের কমিটি ও সড়কে গাড়ি চলাচলের বিরোধের জের ধরে ইমামবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে ৭ জন আহত হয়।
ফেনীর সোনাগাজীতে পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়।