পাঁচ দফা দাবিতে সারাদেশে চলছে সিএণ্ডএফ এজেন্টদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৩:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
লাইসেন্স পেতে উত্তরাধিকার প্রথা বহাল এবং আমদানী-রপ্তানিকারকদের ভুলে এজেন্টের কাছ থেকে জরিমানা আদায় বন্ধ করাসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছে সিএণ্ডএফ এজেন্টস এসোসিয়েশন। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম ও বেনাপোলসহ বিভিন্ন কাস্টম হাউজের কার্যক্রম।
চট্টগ্রামে সকাল ৬টা থেকে কাজ-কর্ম বন্ধ করে কাস্টমস ভবনের সামনে অবস্থান নেয় সিএণ্ডএফ এজেন্টরা। সংগঠনটির নেতাদের দাবি, কোন এজেন্ট মারা গেলে উত্তরাধিকার সুত্রে তার পরিবারের সদস্যরা প্রতিষ্ঠান পরিচালনা করার লাইসেন্স পেতেন। কিন্তু সম্প্রতি এই অনুমোদন দিতে টালবাহানা করছে। এছাড়া বিল অব এন্ট্রিতে এইচএস কোডে ভুলের মতো সামান্য ভুল,এমনকি আমদানি-রপ্তানীকারক ও সাপ্লাইয়ারের ভুলের দায়ভারও সিএণ্ডএফ এজেন্টদের ওপর চাপিয়ে দিচ্ছে কাস্টমস কর্মকর্তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ার দেন সংগঠনটির নেতারা।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কাস্টমস এজেস্টস লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেস্টস এসোসিয়েশনের ডাকে সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউজসহ অন্যান্য সকল শুল্ক স্টেশনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সিএন্ডএফ এজেন্টরা। আমদানি-রফতানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।