পাঁচ দিনের মাথায় আবারও বগুড়ায় ট্রেন লাইনচ্যুত
- আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
পাঁচ দিনের মাথায় আবারও বগুড়ায় লাইনচ্যুত হয়েছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন। রোববার রাতে গাবতলী উপজেলার রেলগেটে লাইন ক্রসিংয়ের সময় তিনটি বগির লাইন থেকে সরে যায়। এতে বোনারপাড়া টু সান্তাহার রেলরুটে বন্ধ হয়ে পড়ে ট্রেন যোগাযোগ।
আড়াই ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের একাংশ সরিয়ে নেওয়ার পর ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়। গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ৮টার কিছু পরে শান্তাহার থেকে ছেড়ে আসা বোনাপাড়াগামী কলেজ ট্রেনটি গাবতলী পৌর এলাকার রেলগেটে পদ্মরাগ এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিতে এক নম্বর লাইন থেকে দুই নম্বর লাইনে ক্রসিং করার চেষ্টা করছিল। এ সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। রাত ১১টার কিছু পরে উদ্ধারকারী ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত ট্রেনের চারটি বগি সরিয়ে নিলে এক নম্বর লাইনে উত্তরের এই অংশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।গত ২৫ জুন গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে পদ্মরাগ এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিতে গিয়ে এভাবেই লাইনচ্যুত হয়ে পড়েছিল কলেজ ট্রেনের তিনটি বগি।