পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা শ্রীলংকা ও ক্রিকেট অস্ট্রেলিয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ও ক্রিকেট অস্ট্রেলিয়া। লঙ্কানদের ২০ সদস্যের দলে ফিরেছেন দানুষ্কা গুনাথিলাকা ও কুশাল মেন্ডিস।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন নোয়ান থুসারা, জেনিথ লিয়াঙ্গ ও কামিল মিশারা। বাদ পড়েছেন নিরোশান ডিকভেলা। এদিকে, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রামে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি দলে ডাক পেয়েছেন অ্যাশেজে সিরিজ সেরা ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছে মইসেস হেনরিকেস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। প্রায় এক বছর পর দলে ফিরেছেন ঝাই রিচার্ডসন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন তিনি। সিডনিতে ১১ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।