পাঁচ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দেশের পাঁচ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায়, গাজীপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন ও খুলনায় তালুকদার আব্দুল খালেককে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গেলো ৩ এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে, নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে হবে ভোট।
তারই ধারাবাহিকতায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান দলের সাধারণ সম্পাদক। ৫ সিটিতে প্রত্যাশী ৪১ জনের মধ্যে থেকে যোগ্য ৫ জনকে বাছাই করা হয়েছে বলে জানান তিনি।
মনোনয়ন চাইলেও বাদ পড়েছেন বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং গাজীপুরের সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম।