পাইকারী ক্রেতারা সিন্ডিকেট করে কম দামে চামড়া ক্রয় করার অভিযোগ করেছেন মৌসুমী ব্যবাসায়ীরা
- আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পাইকারী ক্রেতারা সিন্ডিকেট করে কম দামে চামড়া ক্রয় করার অভিযোগ করেছেন মৌসুমী ব্যবাসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করে পাইকারী ক্রেতারা দাবি করেন সরকারের বেধে দেয়া মূল্যে চামড়া কেনা হচ্ছে। সরকার লবনাক্ত চামড়ার মূল্য নির্ধারন করলেও রক্তমাখা চামড়ার দাম ঠিক করে না দেয়ায় বাজার কিছুটা অস্থিতিশীল বলে জানান ব্যবসায়ীরা। আর হঠাৎ লবনের দাম বেড়ে যাওয়ায়ও বিপাকে পড়েছে চামড়া ব্যবসায়ীরা।
দেশে কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ৎ রাজধানীর লালবাগের পোস্তা এলাকা। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে চামড়া নিয়ে আসেন মৌসুমী ব্যবসায়ীরা। বড় আকারের চামড়া ৬শ থেকে ৮শ, মাঝারিটা ৪শ থেকে ৬শ এবং ছোট চামড়া বিক্রি হচ্ছে ২শ থেকে ৪শ টাকায়
এবার সারকারীভাবে গরুর লবনজাত চামড়া বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ছাগলের চামড়া বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করে দেয়া হয়। তবে রক্তমাখা চামড়ার মূল্য নির্ধারন করে না দেয়ায় ক্রয় এবং বিক্রয়ের মাঝে ফারাক তৈরী হয়েছে বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের।
তবে চামড়া ব্যবসায়ীদের সংগঠন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের বেধে দেয়া মূল্যে ক্রয় করছেন পাইকাররা।
এদিকে পাইকারী বিক্রেতারা হঠাৎ লবনের দাম বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। অভিযাগের ভিত্তিতে লবনের দাম নিয়ন্ত্রণে রাখতে পোস্তা বাজারে অভিযান ও চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিন্ডিকেট করে লবনের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।