পাকিস্তানের জন্য আইএমএফের ৩০০ কোটি ডলারের ঋণ
- আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
বড় ধরণের অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১২ জুলাই বুধবার ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং দীর্ঘদিন ধরে চলা মুদ্রাস্ফীতিতে নাজেহাল দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এই ঋণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ঋণের শর্তসরূপ আইএমএফ ইসলামাবাদকে তার কাঠামো সংস্কার এবং কর বৃদ্ধির কথা বলেছে।
পাকিস্তান শিগগিরই আইএমএফের ঋণের ১২০ কোটি মার্কিন ডলার পাবে।
সংস্থাটি পাকিস্তানকে ভোক্তা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্যাক্স সংগ্রহের উন্নতি এবং কঠোর মুদ্রানীতি গ্রহণের সুপারিশ করেছে।
আট মাস আলোচনার পর উভয়পক্ষ ঋণের চুক্তি এবং শর্তের ব্যাপারে একমত হয়। স্বাধীন হওয়ার পর দেশটি এখন সবচেয়ে নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক এর রিজার্ভ কমে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানকে এই ঋণ বিশেষ সুবিধা দেবে।
ডয়চে ভেলে