পাকিস্তানের জন্য নেই কোনো সুখবর
- আপডেট সময় : ০৪:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সর্বোচ্চ আদালতের নির্দেশে পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের পর প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে কাল। এতে ইমরান খানের বিদায়; নতুন ফেডারেল সরকার গঠনের সম্ভাবনা থাকলেও, চলমান সংকটে পাকিস্তানের জন্য কোনো সুখবর নেই বলে মনে করেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা।
কয়েক বছরের রাজনৈতিক টানা-পড়েন পাকিস্তানের ভিত নড়বড়ে করে দিয়েছে। অর্থনৈতিক ভাবে দেশটি এখন তলানীতে গিয়ে পৌছেছে। এমন সময়ে আবারও তৈরি হয়েছে রাজনৈতিক সংকট।
রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ করেছে সবোর্চ্চ আদালত। যদিও এটি একেবারেই নতুন নয় পাকিস্তানিদের কাছে। আদালতের এমন আদেশকে বিরোধী জোট স্বাগত জানালেও এটি একটি দেশের জন্য স্থায়ী সমাধান নয় বলে মনে করেন আন্তাজার্তিক বিশ্লেষকরা।
পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপকে গুরুত্বের সাথে বিবেচনার কথা বলেন এই আন্তর্জাতিক বিশ্লেষক।
আগামী কয়েকদিনে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয় কিনা তার জন্য অপেক্ষার পরামর্শ দেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।