পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৭০৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১৮ থেকে এমপি পদে থাকা বিলওয়াল এবারই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন।
বুধবার দেশটির রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারি উপস্থিতি ছিলেন। ৩৩ বছর বয়সী বিলাওয়াল ২০১৮ সালে প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। এবারই প্রথম তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। অনাস্থা ভোটে ইমরান খানকে হটিয়ে গেলো ১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের চেয়ারম্যান শাহবাজ শরিফ। নানা নাটকীয়তার পর ১৯ এপ্রিল শপথ নেয় শাহবাজের নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৩১ মন্ত্রী ও ৩ প্রতিমন্ত্রী।