পাকিস্তানের পশ্চিমাঞ্চলে খনি ধসে অন্তত ১৯ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তে মার্বেল পাথরের খনি ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মোহমান্দ জেলার প্রত্যন্ত অঞ্চলে এখনও ২৫ জনের মতো নিখোঁজ রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনা করছে। পাথর ভাঙতে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের কারণে ওই অঞ্চলের ভূখণ্ড অস্থিতিশীল হয়ে পড়েছিল বলে ধারণা পুলিশের। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি সেনারা। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন তারা। ধসের সময় খনিতে ৪০ থেকে ৫০ জন শ্রমিক কাজ করছিলো।