পাকিস্তানের পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ
- আপডেট সময় : ০৪:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা, সে বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত। বিষয়টি নিয়ে আজ দেশটির সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বলছেন, তত্ত্বাবধায়ক নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী থাকছেন। ইমরান আপাতত পদচ্যুতি ঠেকাতে পারলেও, দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধীরা বলছেন, তাঁরা কোনোভাবেই বর্তমান পরিস্থিতির শেষ না দেখে ছাড়বেন না।
উচ্চ মুল্যস্ফীতি, অর্থনৈতিক সংকটের পাশাপাশি তালেবান নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নাস্তানাবুদ পাকিস্তান। এমন অবস্থায় নতুন করে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট দেশটিকে আরও বেকায়দায় ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে খারিজ করার পর বিরোধীরা ডেপুটি স্পিকার সুরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
রোববার বিরোধীরা সংসদের অধিবেশন পুনরায় শুরু করে এবং ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব বাতিলকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই, শেহবাজ শরীফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন তারা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে অধিবেশনে ভাষণ দেন তিনি।
পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। তবে রোববার প্রেসিডেন্ট আরিফ আলভি বলছে উল্টো কথা।বলছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী ইমরানই দায়িত্বে থাকবেন।
দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনী জড়িত নয় বলেও এক সাক্ষাৎকারে জানান বাহিনীর আন্তঃগণসংযোগ বিভাগের মহাপরিচালক।
রোববার, নেতাদের এক বৈঠকে ইমরান খান জানান, সরকার পতনে বিদেশী ষড়যন্ত্রে “ডোনাল্ড লু” নামের এক মার্কিন জেষ্ঠ কূটনৈতিক জড়িত ছিলেন।