পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ফিরিয়ে এনে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।
মঙ্গলবার ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব। তবে সুস্থ হয়ে কয়েকদিন অনুশীলনও করেছেন এ অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হাতের বুড়ো আঙুলে চোট পান পেসার তাসকিন। এদিকে, প্রথমবারের মত টেস্ট দলে খেলার সুযোগ পাচ্ছেন ওপেনার নাইম শেখ। চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেলেও সুস্থ হয়ে উঠেছেন ইয়াসির আলী। থাকছেন ঢাকা টেস্টের দলে।
এর আগে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা চার দিন লড়েও হেরে যায় স্বাগতিকরা।