পাকিস্তানের সিন্ধু প্রদেশের বৃহত্তম হ্রদের পানি বিপজ্জনক উচ্চতায় উঠে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বৃহত্তম হ্রদের পানি বিপজ্জনক উচ্চতায় উঠে গেছে। শহর রক্ষায় হ্রদের বাঁধ কেটে দেয়া হলে নিকটবর্তী পাঁচ ইউনিয়নের কয়েকশ গ্রাম তলিয়ে ১ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়ার মুখে পড়েন।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, চলমান ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৪৫৮ শিশুসহ ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ বিলিয়ন ডলার। পাকিস্তানের প্রাদেশিক সেচমন্ত্রী জানান, বাঁধ কেটে দেয়ার পরও হ্রদে পানির স্তর ‘কমেনি’। পাকিস্তানের খাদ্য সরবরাহের অর্ধেকই উৎপন্ন হয় সিন্ধু প্রদেশে, এখন এই প্রদেশ ভয়াবহ বন্যায় ভাসতে থাকায় ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান গুরুতর খাদ্যসংকটের মুখোমুখি হতে পারে বলে শঙ্কা আরও ঘনীভূত
হচ্ছে।