পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
- আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মুসলিম লীগের শাহবাজ শরীফ। এর আগে ইমরান খান ও তার দলের এমপিরা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ ও অধিবেশন বর্জন করেন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এদিকে ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইমরান খান। এর পেছনে বিদেশী ষড়যন্ত্র ও ঘুষ দেবার অভিযোগ আবারো তুলেছেন তিনি। পাকিস্তানে সরকার পরিবর্তনে বিদেশী ষড়যন্ত্র প্রত্যাখ্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।
নানান নাটকিয়তার মধ্যদিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহাবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগের সভাপতি শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।
দুপরে অধিবেশন শুরু হলে পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশি বক্তব্য রাখেন এবং নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে বক্তব্য রাখেন। গণ পদত্যাগের ঘোষনা দিয়ে সভা বয়কট করেন।
ফলে বিরোধী জোটের প্রার্থী পিএমএল–এন নেতা শাহবাজা শরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শাহবাজ পঞ্জাব প্রদেশের সব থেকে দীর্ঘ মেয়াদের মুখ্যমন্ত্রীও বটে। তিনি পঞ্জাব প্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন।
বিরোধীজোটকে চোর আখ্যায়িত করে তাদের সাথে কোন প্রকার বৈঠক করতে রাজি হয় নাই বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান।
গেল রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন শহরে।