পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
মা ও মেয়েকে ভারতে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রেব। চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর মিরপুর এলাকার এক তরুণীকে বিউটি পারলারে কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে ভারতে পাচার করেন মানব পাচারকারী চক্রের সদস্যরা।
পাচারের শিকার হওয়ার পর ওই তরুণী ভারতে অবস্থান করে তাঁর দুর্দশার কথা মাকে জানান। পরে তরুণীর মাকেও ভারতে নিয়ে যান পাচার চক্রের সদস্যরা। সেখান থেকে মেয়েকে উদ্ধার করে ভারতের আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বাংলাদেশে ফিরে আসে মা ও মেয়ে। পরবর্তীতে পল্লবী থানায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ কোন সহায়তা করেনি। এ বিষয়ে বেসরকারী টেলিভিশনে সংবাদ প্রচার করলে রেব ঘটনার তদন্তে নামে। অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর থেকে কাল্লু-নাগিন গ্রুপের তিন জনকে আটক করে। আটককৃত হলো কালু, সোহাগ, ও বিল্লাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে মূলত ভারতে পাচার করত তারা। পাচার হওয়া নারীদের ভারতের বিভিন্ন যৌনপল্লিতে বিক্রি করতো এই চক্র। দুই শতাধিক নারীকে পাচার করার কথাও জানায় তারা।