পাচার করা অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেয়া শুধু অনৈতিক নয়, বেআইনিও : ড. ফরাসউদ্দিন
- আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৮০৯ বার পড়া হয়েছে
পাচার করা অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেয়া শুধু অনৈতিক নয়, বেআইনিও বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, এ সুযোগ যেনো দুস্কৃতিকারীরা ব্যবহার করতে না পারে, সেজন্যও সতর্ক থাকতে হবে। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন ড. ফরাসউদ্দিন।
দুর্নীতি, অপ্রয়োজনীয় মেগা প্রকল্পসহ বিভিন্ন ভুল সিদ্ধান্তে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। তা নিয়েই ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদের বিতর্কে অংশ নেয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড ইউনিভার্সিটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না; তবে মেঘা প্রকল্পের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পাচারকরা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়টি অনৈতিক। কোনোভাবেই যেনো দুষ্কৃতকারীরা প্রশ্রয় না পায়, সেজন্য সজাগ থাকার পরামর্শ দেন ড. মো. ফরাসউদ্দিন।
মাত্র ৭ শতাংশ কর দিয়ে পাচারকরা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি পূর্নঃবিবেচনার করা উচিত বলে মনে করেন ছায়া সংসদের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিতর্ক শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।