পাটুরিয়া ঘাটে ডুবন্ত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার কাজে যোগ দিয়েছে রুস্তম
- আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি থেকে যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। চতুর্থ দিনের মত ঘটনাস্থলে আছে সংস্থার ডুবুরিরা। এদিকে, যানবাহন হস্তান্তর ও ক্ষতি পূরণের দাবীতে শনিবার মানবন্ধন করে যানবাহন মালিক-চালকরা।
পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি এখনো সোজা করতে পারেনি উদ্ধারকারী দল বা জাহাজ। সকালে ঘটনাস্থলে পৌঁছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী আরেকটি জাহাজ রুস্তম। চারদিনের উদ্ধার কাজে ফেরিতে থাকা যানগুলো টেনে তোলা সম্ভব হয়েছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দলের প্রধান সমন্বয়ক এমনটাই তথ্য দিলেন সাংবাদিকদের।
কবে নাগাদ ফেরি উদ্ধারের কাজ শুরু হবে সে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, জানালেন বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত ডিজিএম।
এদিকে, ঘটনাস্থলে শনিবার দুপুরে মানবন্ধন করেছে যানবাহন মালিক-চালকরা। যন্ত্রাংশের চুরি ঠেকাতে দ্রুত যানবাহন হস্তান্তরের দাবি তাদের। চাইলেন ক্ষতিপূরণ।
আপাতত যানবাহনের ক্ষতিপূরণ দেয়ার চিন্তাভাবনা নেই জানালেন জেলা প্রশাসক। বললেন, আপতত যানগুলো হস্তান্তর করা হবে।
ঘাট ও ফেরিস্বল্পতায় ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের যান পারাপার। সবচে বেশি দুর্ভোগে পণ্যবাহী গাড়িগুলো।