পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডবিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরো জানান, উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে, খুব শিগগিরই এই জট কমবে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘনকুয়াশার কারণে এই নৌরুটে ভোর ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে বেলা ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।