পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় কয়েক শ’ যানবাহন
- আপডেট সময় : ০১:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে কয়েক শ’ যানবাহন।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৈরি আবহাওয়ার সাথে নদী উত্তাল থাকায় সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল বলেন, সকাল থেকে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৫০টির মত ছোটো গাড়ি ও যাত্রীবাহী বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
পদ্মায় প্রবল স্রোতে নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি চলাচল ব্যহত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে শতশত পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। নদীতে তীব্র স্রোতের কারনে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় ৮/৯টি ফেরি দিয়ে ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো চলাচল করছে।