পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে তীব্র যানজট
- আপডেট সময় : ০৫:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাংলাবাজার-শিমুলিয়া ফেরীঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে
যাত্রীর ভিড়। গাজীপুর ও সিরাজগঞ্জে মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ দেখা যায়।
পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাংলাবাজার-শিমুলিয়া ফেরীঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে। ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে দুই নৌ-পথেই। দুরপাল্লার পরিবহনের চাপ না থাকলেও ঘাটে চাপ বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের। ছোটবড় ২১টি ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার। একই রুটে চলাচল করছে ৩৩টি লঞ্চ। এদিকে ট্রাক পারাপার বন্ধ থাকায় ঘাটে ভোগান্তি ছাড়াই পার হচ্ছে যাত্রী।
এদিকে ভোর থেকেই বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে অতিরিক্ত যাত্রীর ভিড় দেখা গেছে। ফেরি, লঞ্চ ও স্পীডবোটেও মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছে । ফেরিতে যাত্রী গাদাগাদি ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এ নৌপথে রো-রো ফেরি, বেগম রোকেয়া ও কেটাইপসহ ৯টি ফেরি চলছে। ২৪ ঘন্টা স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে তিনির শিমুলিয়া স্পিডবোট ঘাট,লঞ্চ ও ফেরী ঘাটও পরিদর্শন করেছে। এসময় যাত্রী চাপ ও বিড়ম্বনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঈদের ছুটিতে গাজীপুর মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ১৫ কিলোমিটার এলাকায় ধীর গতির সৃষ্টি হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হক জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোন যানজট নেই। এদিকে, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ঘরমুখো মানুষ মহাসড়কে আরো দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে ঈদ করতে গ্রামে যাচ্ছেন।
এদিকে মানুষ ও জরুরী পণ্যবাহী যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে যানজট দেখা দিয়েছে। যানবাহনের দীর্ঘ লাইনে ধীরগতিতে চলছে গাড়ি।তবে যানজট দীর্ঘ না হওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন যাত্রীরা। এদিকে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি অনেক সময় গাড়ী বিকল ও ছোটখাটো দুর্ঘটনার কারণে মহাসড়কে মাঝে মাঝে ধীরগতির সৃষ্টি হচ্ছে বলে জানায় পুলিশ।
যাত্রী ও পরিবহন চালকদের সবধরনের নিরাপত্তা দেয়ার ও কথাও কর্মরত পুলিশ সদস্যরা।