পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঈদে ঘরমুখো যাত্রী ও ব্যাক্তিগত যানবাহনের উপচে পড়া ভীড় পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।
সকাল থেকে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। বাসের চেয়ে সাধারণ যাত্রী, ব্যাক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মটর সাইকেলের সংখ্যাই বেশী। বিআইডব্লিউটিসি জানিয়েছে ছোটবড় ২১টি ফেরি দিয়ে চলছে যান পারাপার। ট্রাক পারাপার বন্ধ থাকায় ঘাটে ভোগান্তি ছাড়াই পাড় হচ্ছে যাত্রী।
ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।লঞ্চ ও স্পিডবোটেও উপচে পড়া ভীড় ছিলো মানুষের।
যানবাহনের ঢল দেখা গেছে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে। যাত্রীর চাপ বাড়ায় লঞ্চ ও স্পীডবোট গুলো আদায় করছে বাড়তি ভাড়া। এদিকে..বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে পদ্মাসেতুর কাছে বাংলাবাজার গামী একটি স্পিডবোট ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।